Realmi UI 2.0 Futures

Realmi UI 2.0 Futures

Realmi বর্তমান সময়ের একটি জনপ্রিয়  মোবাইল হিসাব বিশ্বের সবার কাছে বেশ পরিচিত লাভ করেছে। এখন ২০২১ এর দিকে রিয়েলমে ইউ আাই ২.০  তাদের নতুন কিছু প্রকাশ করেছে। আজ আমরা এই সাম্পকে Realmi UI.20 এর নতুন বৈশিষ্ট্য  নিয়ে জানব। চলুন যেনে নেয়া যাক এর  কিছু নতুন নতুন বৈশিষ্ট্য  যা খুবি  আরো আকর্ষনীয় করেছে। তাই আজ আমজরা এখানে এর কিছু বৈশিষ নিয়ে শুধু করছি।


রিয়েলমে ইউ আই হল একটি অ্যান্ড্রয়েড হল বর্তৃানের ১১ ভিত্তিক কাস্টম ত্বক। এই মোবাইলের মধ্যে  আমরা ডুয়াল মোড সঙ্গিত বেশ কিছু বৈশিষ্ট্য সংযোক্ত করছে। এই মোবাইল ফিওচারে   আবার অন্ধকার মোডের  কাজ ও দিয়েছে। তাই এই ডুয়েল মোড অন্ধকার মোড  হসংবলিত আছে।

Realmi ui 2.0 এর মধ্যে ডার্ক মোড এমনভাবে সেট করেছে যে খানে এটা একটও শৈলিল পর্দার কাজ করে চলে। প্রধানত রিলেমে মোবাইল ফিচার এর মাঝে ৩টি বৈশিষ্ট্য  এড করেছে। ১ হল এখানে আমরা দেখতে পাবো বর্ধিত আলো কিভাবে সামঞ্জস্যতা হসাবে কাজ করে চলে এই মোবাইল ফিচারে। ২ এখানে আরো দেখতে পারব এটা মাঝারি ও ভদ্র। এবং এটাতে গ্লোবাল থিম এর ফাংশনহ যোগ দিয়েছে। এই অধ্যায়ের মোল বিষয় হল এটাতে রিয়েলমে ২.০ এর ফিচারে ২৪টি বোতাম ইন্টারপেস যোগ করেছে। এবং এটাতে আমরা বিজ্ঞপ্ত বার যোগ করেছে যা রিয়েলমে ২.০ এর বৈশিষ্ট্য কে আরো সুন্দর  করেছে। এটা এক সাথে পাঁচটি রং এবং ১০ একর সাথে যোগ দিয়েছে।



আরো মজার বিষয় হল যে  রিয়েলমে ইউ আই এর মাঝে নতুন ফন্ট এর বাটন দিয়েছে।  তার কারণ হলো এটা আপনি আপনার ইচ্ছামতো পরিবর্তন  করতে পারবো। তাই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ফিচারের মাঝে। এবং রিয়েলমে ২.০ এর মধ্যে  আরো অনেক  তত্ত্বের  ব্যবস্থা  করেছে এটি হল অ্যান্ড্রয়েড  ১১ এর নোটিফিকেশন  বারটি অ্যক্সেস  দিয়েছে যাতে ডেক্সটপ ডিজাইন করা যেতে পারে।

Realmi UI 2.0 এর সবচেয়ে মুল্যবান বিষয় হল এটাতে এমন এক ফিচার যোগ করেছে  যা রিয়েলমি এর ফিচার গোলোর মধ্যে বেশ কার্যকরনীয়। এটি হল এর মাঝে এমন একটা ক্যাপসুল যোগ করেছে যার কারনে  আমাদের দৈনন্দিন স্বাস্থ্য  ও ঘুমের চক্র  উপর সবচেয়ে বেশি নজর রাখে।

Realmi ui  এর মাঝে  আরো বৈশিষ্ট্য  হল আমরা যখন কনো গেমস  খেলতে থাকি বা   কনো ভিডিও দেখতে পায় তখন কিন্তু  আমরা বন্ধুদের সাথে যোগাযোগ করতে  পারিনা।  বর্তমানে রিয়েলমে ইউ আই  এমন একটা ফিচার সেট করেছে  যার মাধ্যমে আমার গেমেজ ও ভিডিও  দেখার সময় ও আমরা কথা বলতে পারব।


Realmi ui 2.0 এর  মাঝে আরো বৈশিষ্ট্য হল। এখানে গভীর সমুদ্রের গোপনীয়তা  পরিকল্পনা  করতে পারে এবং এটি ব্যবহারকারীর ডেটা গুলো রক্ষা  করতে সাহায্য  করে। এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়  হিসাবে কাজ করে।

বর্তমান সময়ে  রিয়েলমি দাবি করেছে তারা তাদের রিয়েলমিতে ৪৫ শতাংশ  উন্নতি করেছে যা এটা  রিয়েলমি ইউ আই ২.০ এক বড় ধরনের গর্বের বিষয়। এবং রিয়েলমে মনে করেন তারা   শেষ রিয়েলমি প্রজন্মের  তুলনায় ফ্রেম রেট ১৭ ভগ বেশি হিসাবে কাজ করেছ

এখন আমরা কিভাবে এটা কে আপডেট করার জন্য আবেদন করা যায়। 

প্রথম আমাদের কে মোবাইলের সেটিং অপশনে যেতে হবে। তার পর সফটওয়ার আপডেট কারা জায়গায় চলে যাবেন। তার পর একটা অপশন পাওয়া যাবে যেখানে ট্রয়াল অপশন নির্বাচন করতে হবে। এর পরে আমরা পাব কি ভাবে ফর্মটি পুরন করতে হবে। তার পর৷ নিচের নির্দেশ গুলো দিয়ে আপডেট করে নিবেন।


এবার যেনে নেওয়া যাক এর প্রকাশের তারিখ। 

রিয়েলমি ইউ আই  গত বছেরে সেপ্টেম্বর মাসের দিকে  উন্মোচন করা হয়েছে।

রিয়েলমি মোবাইল ফোনের  জন্য  এটা গুরুত্বপূর্ণ বিষয়।

রিয়লেমি ইউ আই  এর  কিছু গুরুত্বপূর্ণ বিষয় বৈশিষ্ট্য নিয়ে আজ আলোচনা করা হয়েছে। আমি মনে করি রিয়েলমি ইউ আই ২.০ এর ফিচার গুলো আমাদের  সামনে আরো নতুন  কিছু দিবে বলে আশা করা যায়।।






Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন