Youtube marketing plan ইউটিউব এর জন্য বিরাট চমৎকার বিষয় হয়ে দাড়িয়ে। কারন হলো ইউটিউব আর্তমান সময়ের এক অন্যরকম সোশাল মিডিয়া সাইট। আপনি কি ইউটিউব সম্পর্কে জানতে চান তাহলে আপনি এই পোষ্টটি পড়ুন আপনার ধারনা একদম ক্লেয়ার হয়ে যাবে আশা করি।ইউটিউব মার্কেটিং আমাদের বর্তমান সময়ে অনেক প্রিয় হয়ে উঠেছে। তাই আমরা এই অধ্যায়ে ইউটিউব নিয়ে জানব।
ইউটিউব কী?
YouTube হলো একটি সোশাল মিডিয়া সাইট। যেখানে যেকোনো প্রকারে ভিডিও পাবলিশ করে থাকে সেখানে থেকে মনিটাইজেশন এর মাধ্যমে ইনকাম করা যায়।তাই ইউটিউবে আমরা পাবলিশ করতে পারি ইউটিউব এর নিয়ম কানুন মেনে।কোনো কিছু কপি করা যাবে না। যদি আপনি কোনো কিছু কপি করুন তাহলে আনার ইনকাম টা আসবে না।শুধু ইউটিউব এ ভিডিও আপলোড করলেই যে আপনার ইনকাম চলে আসবে তা কিন্তু নয়।আপনাকে YouTube guide policy মানতে হবে। আপনার চ্যানেল এ কমপক্ষে ১হাজার সাবস্ক্রাইব প্রয়োজন হবে ইউটিউবের নিয়ম অনুযায়ী । এবং আপনার চ্যানেলে ৪০০০ হাজাট ঘন্টা ওয়াচ টাইম থাকতে হবে। এতে কটে আপনি আপনার চ্যানেলের জন্য মনিটাইজেশন করতে পারবেন। এখন আসুন জেনে নেই আরো কিছু তথ্য।
YouTube মার্কেটিং করার মাধ্যমে আপনি টাকা পাবেন কে দিবে কেন দিবে?
Youtube চ্যানেলে আপনি যখন ভিডিও আপলোড দিবেন তখন গুগুল আপনার চ্যানেল এর মাঝে এড দিবে। তখন আপনার চ্যানেলে ভিজিটা আসবে। তখন তারা এড গুলো দেখবে। এতে করে যারা এড দিয়েছে তারা ইউটিউব কে নির্দিষ্ট নিয়ম কানুন হিসাবে পেমেন্ট করবে আর সেখান থেকে আপনি আমরা আমাদের চ্যানেল থেকে একটস রিভিনিও পাব। এখন বরো কিছু নিয়ম আছে। আপনার ভিডিও যে দেখবে এটা রিয়েল হতে হবে এখানে কোনো প্রকার ফেক হওয়া চলবে না। কেমন? আশা করি এখন এখন বুঝতে পারবেন নিশ্চয়ই। রিয়েল ভিজিটর হলো আপনার ভিডিও আপনি কাউকে দিয়ে বার বার দেখাতে পারবেন না ইউটিউব এর নিয়ম অনুযায়ী। Youtube marketing plan এ আপনি নিজে নিজের ভিডিও গুলো দেখতে পারবেন না। মানুষ যখন আপনার চ্যানেল এর ভিডিও গুলো ভাল করে দেখবে আপনার YouTube channel এর প্রতি বিশ্বাস জাগবে৷ আপনার ভিডিও গুলো রিয়েল মানুষ এর কাছে যাবে সেখন থেকে আপনি আপনার চ্যানেল টিকে মনিটাইজেশন করাতে পারবেন YouTube 2021 বর্তমান আপডেট অনুযায়ী। তাই এভাবে আপনি আপনার চ্যানেল এর জন্য সঠিক ভাবে কাজ করতে পারবে।
Youtube marketing plan e monitize ছাড়া ইনকাম।
Youtube marketing plan এ আমরা ২ ভাবে ইনকাম করা যায় প্রথমত আপনার চ্যানেলে এড দেখিয়ে তারপর হলো হলো আপনি মার্কেটিং করে।এখন কি মার্কেটিং করবেন? আপনি আপনার কনো প্রোডাক্ট সহজে এর মাধ্যমে ছড়িয়ে দিতে পারবেন।সেখানে থেকে আপনি আপনসর প্রডাক্ট গুলো বিক্রি কটতে পারবেন সেখান থেকে একটা আর্নিং হবে YouTube marketing plan অনুযায়ী।
এখন মনে করে আপনি আপনার একটা বিজনেস রান করাতে চান। তার পন্য গুলো ত আপনি অবশ্যই প্রচার করতে হবে তা ছাড়া আপনি আপনার প্রোডাক্ট গুলো বিক্রি করতে পারবেনা না।এখন আপনি চাইলে একটি চ্যানেল পারফেক্ট ভাবে খুলতে হবে YouTube marketing plan অনুযায়ী।তাই আপনি যদি ইউটিউব এর চ্যানেল খুলতে চান তাহলে নিচে কমেন্ট করুন। এবার আসি।
কিভাবে ইউটিউব ভিডিও তৈরি করব?
আপনি যদি এফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনি আপনার স্কেন ভিডিও করতে পারেন। যে সমস্ত প্রোডাক্ট আপনি দেখতে চান সে গুলো আপনি ভিডিও করে নেন। তার পর দাম ইত্যাদি দিয়ে পাবলিশ করেন আপনার ওয়েবসাইট এর লিঙ্ক description দিয়ে দেন। ইউটিউব মার্কেটিং করার মাধ্য মে আমরা আমাদের যে কোনো সার্ভিস সহজে জনগনের মাঝে তুলে ধরতে পারি।তাই আমাদের ইউটিউব মার্কেটিং প্লেন জানা উচিত। ইউটিউব এর মাধ্যমে আমাদের প্রচার প্রসার বৃদ্বি করতে পারি।ইউটিউব মার্কেটিং করার মাধ্য একদিকে যেমন আপনার প্রোডাক্ট বিক্রি হচ্ছে অন্য দিকে গুগল এর কাজ থেকে পাচ্ছেন লাখ টাকা। তাই আপনার জীবনের ক্যারিয়ার গড়ার জন্য এই একটি কাজ সঠিক বাবে করতে পারলে তাতেই আপনি হতে পারেন জীবনের সবচেয় বড় একজন মার্কেটার। তাই ইউটিউব মার্কেটুং বিষয় নিয়ে আপনি জানুন সঠিক ভাবে। তবে আপনি যদি YouTube marketing plan নিয়ে জানতে চান আমার চ্যানেল ফলো করতে পারেন। এছাড়া আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারেন।education, Tutorial, It,fanny, Movie, cartoon, song ইত্যাদি যে কোনো একটি বিষয় কে টার্গেট করে আপনি আপনার কাজে এগিয়ে যেতে পারেন।তাই এরকম Youtube marketing plan এর জন্য কমেন্ট করে জানান নিচের দেওয়া কমেন্ট বক্সে।
ভিডিও এডিটিং শিখুন এখানে ক্লিক করে।
গুগল কিভাবে ইউটিউব টাকা প্রেমেন্ট করে?
ইউটিউব মার্কেটিং বিষয় সমপর্কে আমাদেরকে অবশ্যই জানতে হবে কিভাবে আমাদের প্রেমেন্ট করবে। ইউটিউব এর এড দেখিয়ে যে ইনকামটা আসে তার জন্য আমাদের গুগুল এডসেন্স একাউনট তৈরি করতে হবে৷ সেখনে আপনি আপনার ভোটার কার্ড দিয়ে বা আরো যা ইনফরমেশন দরকার সব গুগো স্টেপ বাই স্টেপ দেন। তখন সেখান থেকে আপনি গুগল এডসেন্স একাউন্ট এর সাথে পেওনিয়ার একাউনট বা কার্ড এড করে দিবেন। সেখান থেকে আপনি রকেট বা ব্যাংকের মাধ্য রিভেনিও পাবেন।