২০২২২ সালে অক্টোবর মাসের মাঝামাঝি ফাইভারের নতুন নতুন নিয়ম চালু হয়েছে।এই নিয়মের মধ্যে ফাইভা এলগরিদম তার নিজস্ব কিছু পরিবর্তন নিয়ে এসেছে যার মধ্যে একটা হলো ফাইভার বায়ার রিকোয়েস্ট বন্ধ আর অন্যদিকে ফাইভার বিরিফ এর মাধ্যমে অর্ডার পাবে।এই পরিবর্তনের ফলে আমাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে ক্ষতি হচ্ছে কারণ যাদের গিগ রেঙ্কে নাই।কারণ এখন ফ্রিতে আর বায়াকে অফার পাঠানো যাছে না৷ চলুন এই সমপর্কে ভালোভাবে জানতে হবে।
ফাইভার বায়ার রিকোয়েস্ট কী?
ফাইভার বায়া রিকোয়েস্ট হলো ফাইভারে প্রথ্যেককে প্রতিদিন বায়ার কে ১০ টি কাজের আবেদন বা ফাইভারের কথায় অফার পাঠান যেতে।বায়ার তার কাজের জন্য ফাইভারে এসে এটা প্রজেক্ট নিয়ে সুন্দর ভাবে পোস্ট করবে সে কি চাই কোন ক্যাটাগরির কাজ তিনি করাতে চান।Fiverr buyer রিকোয়েস্ট এর মাধ্যমে এই সমপর্কিত Fuverr seller একাউন্টের মালিকেরা এটা কাজের রিকোয়েস্ট তার বায়া রিকোয়েস্ট এর অপশনে আসে।এখান থেকে বায়ার কে একজন Fiverr seller ১০ টি অফা পাঠাতে পারবে।কারণ হলো তাদের মধ্যে বায়ার যাকে পছন্দ করবে থাকে এসে মেসজ দিবে ডিল করবে কা দিবে। এভাবেই Fiverr buyer and seller এর মধ্যে কাজ হয়ে থাকে।এটা আমার সবাই হয়জানি।কিন্তু ফাইভার এলগরিদম এখন আর এই অপশনটা রাখে নাই।হয়তবা নতুন ফ্রিলান্সাররা এই বায়ার রিকোয়েস্ট পাঠানো সামনে আর কনোদিন দেখতে পারবে না এটা একটা ইতিহাস হয়ে থাকবে সবার মাঝে।এখন কিভাবে কাজ পাবে।
Fiverr brief কী এবং কিভাবে কাজ করে?
At present time fiverr has been withdraw there Buyer request option.ফাইভার তাদের বায়ার রিকোয়েস্ট অপশনটা তুলে নিয়েছে।এবং চালু করেছে নতুন অপশন যাকে ফাইভাী বিরিফ নামেই ডাকে।এখন বায়ার রিকোয়েস্ট এর মতো তবে এটা অনেকটা কঠিন হয়ে পড়ছে।কারণ হলো এখানে বায়ার একটু সুন্দরভাবে বড় করে সে তার প্রজেক্ট সমপর্কে লিখবে। তখন যে seller এর গিগ এর সাথে বায়ারের জব পোস্ট মিলে যাবে সেই মুলতে অফার পাঠাতে পারবে।এখানে আর আগের মত প্রত্যেকদিন বায়ার রিকোয়েস্ট এর মত করে নোটিফিকেশন আসবে না।যাহা খুবই কষ্ট কর।যার ফলে আপনার গিগ রেঙ্কে না গেলে আর কোনো অপশন নেই।
Fiverr Brief আসার কারণে Seller দের লাভ বা ক্ষতি?
ফাইভারে বায়ার রিকোয়েস্টের অপশনটা তুলে ফেলার জন্য আমাদের অনেক ক্ষতি।কারণ হলো আগে আপনি প্রতেকদিন ১০ টার উপরে বায়ার রিকোয়েস্ট আসতো।যার উপর ভিত্তি করল আমরা যাহা পারি সেটার অফার পাঠাতে পাড়তাম।কিন্তু এখন দেখা যাচ্ছে প্রতিদিন বা সপ্তাহ বা মাসে ১০ ব্রিরিফ পাব কওনা তার কোনো গ্যারান্টি নেই।এখানে বায়ার পাওয়া অনেক কষ্টকর হয়ে গেছে। এখন Fiverr এর গিগ গুলো রেঙ্কে না গেলে অর্ডাড পাওয়া অসুবিধা হবে। কারন বায়ার Brief কবে আসবে তার কোনো গ্যরান্টি নাই।সুতরাং বায়ার রিকোয়েস্ট বন্ধ আমাদের জন্য একটু কাজ পাওয়া কঠিন।এখন জোর দিতে হবে Fiverr gig rank and seo friendly gig create.
আজকের এই পর্বে এতোটুকুও ধন্যবাদ।