জাতিয় বিশ্ববিদ্যালয় নির্দিষ্ট ওবেয়সাইটে গিয়ে Honours প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ফর্ম পূরণ করবে। প্রথমে জাতিয় বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে যাবার পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সাবমিট করবেন। তারপর আপনি আপনার নাম পিতার নাম।সকল কিছু পরিপূর্ণ ভাবে দেখতে পাবে। তার পর একে একে করে শিক্ষার্থীদের বাধ্যতা মুলক বিষয় গুলো আপনি দেখতে পারেন। তারপর একটা অপশন পাবেন যেখানে ক্লিক করলে দেখা যাবে অপশনাল সাবজেক্ট এখান থেকে আপনি আপনার পছন্দের বিষয় গুলো সিলেক্ট করবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্ম পূরণ করতে এখানে ক্লিক করুন
Honours ১র্ম বর্ষ কিভাবে করবেন?
নির্দিষ্ট ওয়েবসাইটে ক্লিক করার পর দেখবেন।একটা সাইট দেওয়া আছে অনার্স ১র্ম বর্ষের শিক্ষার্থীর জন্য। আর একটি সাইট দেওয়া আছে Honours ২য় বর্ষের শিক্ষার্থীদের জন্য। এখন আপনি কোন সাইটে ক্লিক করবেন। আপনি যদি জাতিয় বিশ্ববিদ্যালয় এর অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে ক্লিক করুন First year honours app now । এবং আপনি যদি হয়ে থাকেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র তাহলে ক্লিক করুন Honours 2nd Year apply form.