করোনা দিন দিন বৃদ্ধি পাওয়ার ফলে সরকার চাই যথা সম্ভব করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য।করোনা বাংলাদেশের একটি বড় ধরনের মহামারী হিসাবে সারা বিশ্বে বিস্তার লাভ করেছে। তাই এই মহামারি কিভাবে
নিয়ন্ত্রণ করা যায় তার জন্য সারা বিশ্বের একটাই শর্ত কিভাবে তার জন্য টিকা দেওয়া যায়। আজকে আমরা জানবো কীভাবে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার কিছু নিয়ম। যা দিয়ে আমরা করোনা টিকা গ্রহন করতে পারি।
কোভিড ১৯ হল একটা মহামারী যাহা সারা বিশ্বে এর প্রভাব সবচেয়ে পরিমানে বাড়ছে। এই রোগ মানুষের মাঝে হাসি কাসি ইত্যাদির মাধমে ছড়িয়ে থাকে। এই করো ভাইরাস জ্বর এর প্রভাব এর মুল লক্ষণ। তাই ২০২০ সালের শেষের দিকে এটা সারা বিশ্বের মধ্যেম
রাত্মক ক্ষতি করে। তাই অনেক ভাবনার পর দেখা মিলে করোনা ভ্যাকসিন। যা বর্তমানে বাংলাদেশে ও যথেষ্ট পরিমানে দেওয়া হচ্ছে। তাই কিভাবে দিব করোনা টিকা যেনে নেই
কোভিড ১৯ -ভ্যাকসিনের জন্য আবেদন করুন এখানে ক্লিক করে।
ভ্যাকসিনের জন্য নিবন্ধন করার নিয়ম।corona vaccine registration process ।
ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে হলে আপনাকে অবশ্যই বাংলাদেশ এর নিজস্ব করোনা ভ্যাকসিন ওয়েবসাইটে যেতে হবে। যে কোনো ওয়েবসাইটে গিয়ে আমাদের দেওয়া লিঙ্ক থেকে আপনি চলে যাবেন মুল সাইট। সেখান থেকে আপনি চলে যাবেন নিবন্ধন।
পেইজে।সেখানে আপনি কোনলেভল আছেন তা অবশ্যই সিলেক্ট করতে হবে।ভ্যাকসিনের জন্য ধাপ বাই ধাপ আপনি ইনফরমেশন দিবেন।। আপনার ক্যাটাগরি দিতে হবে।২৫ বছর এর উপরে সকল নাগরিকগন এই ক্যাটাগরিতে তারা কোভিড ১৯ টি এর জন্য আবেদন
করতে পারবে। তার তারপর ক্যাটাগরির পর চলে যাবেন পরের ধাপ সেখানে আপনার জাতিয় পরিচয়পত্র এর নম্বর দিতে হবে।করোনা ভ্যাকসিন পাবার জন্য পর্যায় ক্রমে দিন মাস বছর দেন। তারপরে আমাদের যে কাজটি করতে তা হলে একটা খালি বক্স
দিবে সেখানে দেওয়া কিছু বর্ণ সংখ্যা আছে এগুলা বসাতে হবে। তার পর পরের ধাপে যাবার পর নাম্বার ইত্যাদি একের পর এক বসালে আপনি কোরোনা কোভিড ১৯ টি এর টিকা দিতে সক্ষম হবে। আপনি যে মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে আপনাকে ম্যাসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোথায় কবে আপনি করোনা ভ্যাকসিন দিতে পারবেন।
ভ্যাকসিন এর জন্য আবেদন করুন এখানে
কোথায় করোনা ভ্যাকসিন দেওয়া হবে?
করোনা ভ্যাকসিন কোথায় দিবেন সেটা আপনি মেসেজের মাধ্যমে জানতে পারবেন।তার কারণ হলো মোবাইল নম্বরে আপনাকে বার্তার মাধ্যমে কোথায় কোন সময় দিতে হবে সব জানানো হবে। তবে সাধারন জনগণের জন্য সবচেয়ে বেশি পরিমান করোনা
ভ্যাকসিন দিতে হচ্ছে যার যার নিজ ইউনিয়ন পরিষদ গুলোতে।। কোরোনা ভ্যাকসিনের জন্য স্থানীয় ভাবে দিচ্ছে। করোনার ভাইরাস এক বিরাট মহামারি তাই আপনারা করোন ভ্যাকসিন দিয়ে করোনা চিকিৎসা নিন।এ সমর্পকে তথ্য্য জানতে কমেন্ট করুন। আমাদের ওয়েবসাইটে নিত্যনতুন খবর পেতে ভিজিট করন।