পেইসবুক একাউন্ট ফিরে পাবার টিপস। how to recover Facebook account.

পেইসবুক একাউন্ট ফিরে পাবার টিপস। how to recover Facebook account.

পেইসবুক আমাদের বাংলাদেশর জন্য গুরুত্বপূর্ণ সোশাল মিডিয়া হিসাবে কাজ করে।সমাজিক মিডিয়া হিসাবে প্রত্যেকটি ব্যাক্তি সোশাল মিডিয়া হিসাবে ফেইসবুক কে বেশি গুরুত্ব দেয়।কারণ হলো পেইসবুকের মাধ্যমে বিশ্বের  যে কোনো স্থানে বসবাস করে ব্যাক্তির সাথে আপনি সহজেই যোগাযোগ করতেপারবেন।কারণ হলো এশিয়া মহাদেশের মানুষের কাছে খুবি পরিচিত। তাই পর্বে আমরা জানব কিভাবে আমরা আমাদের পেইসবুক একাউন্ট ফিরে পেতে পারি।তাই চলুন যেনে নেওয়া যাক।

পেইসবুক একাউন্ট ফিরে পাবার টিপস। how to recover Facebook account.


কেন আমরা আমাদের একাউন্ট হারিয়ে ফেলি?

পেইসবুক একাউন্ট আমরা হারিয়ে ফেলি বেশ কয়েকটি কারণে হয়ে থাকে। আমরা আমাদের  সাইবার ক্রাইম হ্যাক ইত্যাদি হতে পারে পেইসবুক একাউন্ট হারানোর সব চেয়ে মুল কারন।এবং রিপোর্ট এর কারণে আমাদের পেইসবুক একাউন্ট ডিসএবল হয়ে যায়।আমরা অনেক সময় যখন আমাদের ফোন ও লেপটপ ডেক্টপ ইত্যাদি ব্যবহার করে থাকি। শেয় মুহুর্তে আনাদের লগ ইন মুছে যায়। যদি আমাদের ডিভাইসে লগ আউট বা ডিভাইস ফ্লাশ ও কম্পিউটার নতুন করে উন্ডোজ সেট-আপ দিলে। তখন কিন্তু

একটা বড় সমস্যা হয় কিভাবে আমরা আমাদের পেইসবুক একাউন্ট এ ডুকব।Facebook  একাউন্টে ডুকতে চাইলে  অবশ্য আমাদের পেইসবুক লগ-ইন অপশনে গিয়ে টাইপ  করতে হবে নাম মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস। এবং নিচে লিখতে হবে৷ পেইসবুক খুলাী সময় যে পাসওয়ার্ড ব্যাবহার করা হয়েছি। এই ভাবে সব কিছু টিকটাক হলে পেইসবুক যে কোনো একাউন্ট যে৷ কোনো  ডিভাইসে প্রবেশ করানে সম্ভব হবে।

Facebook পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে ফিরে পাব?

Facebook পাসওয়ার্ড ভুলে গেলে  কিভাবে আমরা সহজে ফিরিয়ে আনব তা নিয়ে অনেক  সমস্যায় পরে যায়। বেশ কয়েকটি কৌশলের মাধ্যমে আমরা আমাদের একাউন্ট ফিরে আনতে পারি। প্রথমত আমাদের নাম্বারের মাধমে দ্বিতীয় আমাদের জিমেল একাউন্ট এর মাধ্যমে। চলুন৷ কিভাবে নাম্বারের৷ মাধ্যমে  Facebook account ফিরে আনা যায়।৷ নাম্বারের মাধ্যমে আমরা যদি আমাদের৷ একাউন্টআনতে চাই তাহলে৷ দরকার পুর্বের মোবাইল নাম্বার যা দিয়ে একাউন্টটি তৈরি করা হয়েছিল। তা যদি আপনার 

কাছে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার পেইসবুক একাউন্টি খুবি সহজে  ফিরে পাবেন। আপনি পেইসবুক লগ-ইন অপশন নির্বাচন করে নিন। তারপর সেখানে forget password এই অপশনে ক্লিক  করতে হবে সেখানে আপনি ক্লিক করলে আপনার একাউন্ট সিমে একটা ৬ডিজিটের কোড পাটাবে পেইসবুক কর্তৃপক্ষ। সেই কোড গুলো আপনার এন্টারপেইজে আপনি বসাবেন। পরের ধাপে আপনাকে নতুন পিন বা পাসওয়ার্ড দিতে হবে এভাবেই  আমরা আমাদের হারিয়ে যাওয়া পেইসবুক একাউন্ট ফিরে পেতে পারি।

ইমেল এর নাম্বারের মাধ্যমে একাউন্ট ফিরিয়ে আনা।

মেবাইল নাম্বারের মত যদি আমাদের কোনো সময় সেই সিমটি না থাকে তাহলে কিন্ত পেইসবুক একাউন্ট ফিরে আনা৷ সহজ হয়ে যায়।পুর্বের ধাপ অনুশরন করে আবার ফরগেট পাসওয়ার্ড এ ক্লিক করলে আবার সেই জিমেইল ঠিকানায় একটা মেসেজ যাবে সেখান থেকে কোড এনে আবার৷ বসালে দেখা যাবে৷ নতুন পাসওয়ার্ড বসানোর নিয়ম। এভাবে৷ আমরা আনাদের পেইসবুক একাউন্ট তারা তারি ফিরে পেতে পারি।

একাধিক তথ্য দিয়ে কিভাবে একাউন্ট ফিরে পাব?

আমার একাউন্টে কিভাবে  Recovery করার মধ্যদিয়ে একাউন্ট ফিরে আনা যায়? হ্যা৷ Recovery  করার মাধ্যমে একাউন্ট ইনফো দিয়ে আমাদের একাউন্ট ফিরে পাওয়া সহজ হবে। আমরা আমরা৷ আগেই পেইসবুক লগ-ইন করব।তারপর চলে যাব পেইসবুক সিটিং অপশনে সেখানে কিছু অপশন দেখাবে  পার্সোনাল ইনফর্মেশন।এরকম যায় দেখবেন ওখানে CONTACT ইনফরমেশন নামে যা আছে সেইজায়গায় এড করে ফেলুন আপনার নাম্বার বা জিমেইল।। এভাবে আমরা আমাদের পেইসবুক একাউন্ট ফিরে আনতে পারব।

আশাকরি এই কয়েকটি কৌশল অবলম্বন করলে আমরা আমাদের পেইসবুক একাউন্ট ফিরে আনতে পারব। যে কোনে কিছু জানার জন্য কমেন্ট৷ করতে পারেন। 



Please Select Embedded Mode For Blogger Comments

নবীনতর পূর্বতন