ইনস্টাগ্রামে মার্কেটিং করে আয় করা যায়৷ শুনে অনেকই অবাক হয়েছেন তাই-না? ইনস্টাগ্রাম এমন একটা সোশাল মিডিয়া যে খানে আপনি পাবেন টপ দেশের সবচেয়ে বেশি পরিমান জনসংখ্যা। তবে সেটা পেইসবুক থেকে তুলনা মুলক কম হয়ে থাকে। ইনস্টাগ্রামের মার্কেটিং ফ্রিতে আপনি করে আপনার।
সেল ইনকাম বৃদ্ধি করতে পারেন তাহলে চলুন যেনে নেওয়া যাক ইনস্টাগ্রাম মার্কেটিং কি ও কিভাবে করতে হবে।
Instagram marketing কী?
ইনস্টাগ্রামে আপনি আপনার যে কোনো সার্ভিস পাঠকের সামনে তুলে ধরার নামই হলো ইনস্টাগ্রাম মার্কেটিং।Instagram মার্কেটিং করতে হলে কোন কোন বিষয় জানতে হবে? ইনস্টাগ্রামে আপনি মার্কেটিং করতে হলে আপনাকে ইনস্টাগ্রাম সমপর্কে ভাল ভাবে জানতে হবে এর নিয়ম কানুন সমপর্কে ও বিস্তারিত
জানতে হবে। ইনস্টাগ্রামে আপনি আপনার যে কোনো পন্যের মার্কেটিং করতে পারেন।কারণ এখানে বিক্রেতার থেকে ক্রেতা অনেক বেশি পাওয়া যায়।আধুনিক বিশ্বের মানচিত্রে উন্নত মানের দেশ গুলো ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকে।আমাদের বাংলাদেশে এর জনপ্রিয়তা খুবই কম। তাই আমরা আমাদের যে কোনো পন্য সহজে ইনস্টাগ্রামে প্রকাশ করতে পারি।
যার মাধ্যমে আমাদের ট্রাফিক বাড়াতে পারি।এজন্য ইনস্টাগ্রাম হতে পারে আমাদের মার্কেটিং একটা বিশাল ধাপ।
কিভাবে করব IMSTAGRAM MARKETING?
INSTAGRAM মার্কেটিং করতে আমাদের প্রথম ধাপ হলো ইনস্টাগ্রাম একাউন্ট তৈরি করা।নিচের দেওয়া লিঙ্কে গিয়ে আমরা একাউন্ট তৈরি করে নিব।তারপর আমাদের মুল কাজ হলো কিভাবে প্রোফাইল সেটআপ করতে হবে।একাুউন্ট করতে চাইলে এখানে ক্লিক করে একাউন্ট করে নিন।
একাউন্ট করতে ও কাজ করতে চাইলে এখানে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। যে কোনো ধরনের মার্কেটিং আমরা করতে পারি। যেমনঃ digital marketing, afiliate marketing cpa marketing, website marketing ইত্যাদি। এখন মার্কেটিং করার জন্য একাউন্ট তৈরি করে নেওয়া।
একাউন্ট কে সঠিকভাবে সাজানো।আমরা কোন বিষয়ের এটা সাজাবো। সেজন্য সার্ভিস অনুসারে প্রোফাইল সাজাতে হবে। মনে করি এ্যামাজন এর প্রোডাক্ট প্রমোট করতে চাই এই ইনস্টাগ্রাম৷ মার্কেটিং করার জন্য। তাহলে আমাদের অবশ্যই কোন ধরনের সেবা এখানে দিব তার জন্য একাউন্ট ফলোয়ার বৃদ্ধি
করতে হবে সেই পন্যের চাহিদা হিসাবে।ধরি,কেউ চাই ওজন কমানোর প্রোডাক্ট বিক্রি করবে।এখন তার উচিত সেই টাইপের ব্যাক্তি গুলো যারা ওজন কমানোর জন্য আগ্রহী। সেই জন্য ইনস্টাগ্রামে একটা প্রোফাইলে গিয়ে সার্চ করার জন্য একটা অপশন থাকবে ওই খানে গিয়ে সার্চ করুন হ্যাসটেগ দিয়ে Weightloos. তারপর
অনেক নাম দেখতে পাবেন এই সঙ্গে মিলে যায় এমন নাম দেখতে পাবেন।সেখানে হলেই আমাদের সার্চ কর নাম অনুসারে আমরা অনেক পোষ্ট দেখতে পাব।এসমস্ত পোস্টে যারা কমেন্ট করেছে ধরে নিন তারা আপনার টার্গেটেট ট্রাফিক।এখন আপনি আপনার ডেইলি ৩ ঘন্টা পর পর ফলো করেন। এরকম ভাবে
প্রায় ১ মাস ফলো করেন। এক মাস ফলো করার পর আপনি শুরু করতে পারেন মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং করতে আপনার প্রোডাক্টের লিঙ্ক ওয়েবসাইট নামের একটা অংশ আছে এডিট প্রোফাইলে সেখনে লিঙ্ক যুক্ত করে দিব।আর পোষ্টে টেগ টাইটেল ছবি সব কিছু দিয়ে পোষ্ট যারা আগ্রহী তারা লিঙ্কে ক্লিক করে প্রোডাক্ট ক্রয় করবে।
আশা করি ইনস্টাগ্রাম মার্কেটিং কিছু বুঝাতে পেরেছি।আমাদের এখানে নিয়মিত পোষ্ট পেতে নিছে ফলো করতে পারেন।