আমরা সবাই জানি ফাইভার কি?এবং কি করা যায় এই নামের মানে কি। আমরা যারা অনলাইন থেকে ক্যারিয়াী গড়ার জন্য চাই এবং ফাইভারে কাজ করতে চাই তাদের জন্য অবশ্যই আজকের ট্রপিকটি অনেক সাহায্য করবে । প্রথমে বলে নেই এর বিস্তারিত যা যা জানব। ফাইভার কি ও ফাইভারে সফল হওয়ার টিপস।
কিভাবে গিগ তৈরি করবেন এখানে ভিডিওটি দেখুন।
কিভাবে গিগ তৈরি করবেন এখানে ভিডিওটি দেখুন।
What is fiverr? ফাইভার কি?
ফাইভার হলো একটি অনলাইন রিলেটেট মার্কেটপ্লেজ যে খানে অনলাইন জগতের সব ধরনের কাজ আপনি সেখান৷ থেকে কারানোর জন্য যে কোনো কর্মচারি খুজে পাবেন। এই লোক গুলো দিয়ে উন্নত বিশ্বের দেশ গুলো তারা তারা তাদের অনলাইন যে কোনো ধরনের বিজনেস করছে। এখন তারা চাই তাদের কাজের রিলেটেট কর্মী দিয়ে কাজ করারনোর জন্য।এজন্য এই মার্কেটপ্লেজ গুলি। আর আমাদের কাজ হলো আমরা কাজ শিখে সেই সব ব্যাক্তির আন্ডারে নির্দিষ্ট বেতনে ও নির্দিষ্ট সময় অনুযায়ী কাজ টা করে দেওয়া। এখন আমরা জানব কিভাবে ফাইভারের সঠিক গাইড লাইন ফলো করে ফাইভারের সাকসেস হওয়া যায়।
how to success on fiverr?
১.সঠিক কাজ জানা।
ফাইভার মার্কেটপ্লেজে টিকে থাকতে হলে আপনাকে মাষ্ট বি সঠিক কাজ জানতে হবে। সটিক কাজ না জেনে অযথায় ভুলে ও পা বাড়াবেন না। কেোন কাজ গুলো শিখবো। অনলািন ক্যারিয়ার গড়তে হলে অনেক কাজের টাইপ আছে আপনি ফাইবারে গিয়ে দেখতে পারেন এর কাজের ক্যাটাগড়ি। আচ্ছা এখানে কিছু কাজের নাম বলছি। ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক ডিজাইন, ওয়েবসাইট ডেবেলপার ইত্যাদি আরো অনেক রিলেটেড কাজ আছে। আমি মাত্র ৩ টি ক্যাটাগরির কথা এখানে উল্লেখ করেছি।
আপনি এই ৩ কাজের যে কোনো একটা ক্যাটাগরির ভিতর আছে আবার অসংখ্য কাজ৷ যা আপনি শেষ করতে পারবেন না। আপনি প্রথমত সেই কাজ গুলোর মধ্যে একটি কাজ শিখুন তারপর মার্কেট প্লেজে জান। একাউন্ট করেন কাজ করেন।
২. ফাইভার প্রোফাইল সঠিক ভাবে তৈরি।
How to Success on fiverr?ফাইভারে কাজ পেত হলে অবশ্যই আপনি আপনার প্রোফািলটি সুন্দর ভাবে তৈরি করবেন।একটা পিকচার দিবেন। আপনি একটা টাইটল লিখবেন। তার চেয়ে আরো গুরুত্বপূর্ণ আপনি কোন কোন সার্ভিস গুলো দিবেন তা আপনি লিখে রাখুন৷ কোন কোন বিষয় আপনি কাজ পারেন তার বিবরণ দেন সঠিক ভাবে। তারপর একাউন্টি বেরিফাই করে নেন। আপনার কোন কোন কাজ ভালো ভাবে পারেন তার ক্যাটাগরি গুলো সেট করতে হবে। এভাবে আমরা আমাদের প্রোফাইল সাজাবো।
৩.প্রফেশনাল লেভেলের গিগ তৈরি করা।
কিভাবে গিগ তৈরি করবেন এখানে ভিডিওটি দেখুন।
ফাইভাবারে সফল হতে হলে আপনি সঠিক ভাবে এসিও রিলেটেট গিগ দিতে হবে। গিগ কি? গিগ হলো আমরা আমাদের যে কাজটা করব তার একটা সম্পুন্ন কাজের পেকেজ তৈরি করা হলো গিগ। যেমন ধরা যাক, আমি একটা পেইসবুক পিকচার তৈরি করতে পারি।এটা হলো কাজের একটা টাইটেল। এখন এই কাজের ওপর বর্ণনা দিতে হবে। আমরা কয়টি পিকচার তৈরি করে দিব। কত টাকা দিতে হবে।কত দিন এর ভিতরে করে দিব ইত্যাদি।। অবশ্যই আপনারা সব কিছু বুঝতে পারবেন ওখানে গেলে।
এবার আসি মুল বিষয়ে। ফাইবার সাকসেস এর পরবর্তী ধাপ হলো সঠিক মানের গিগ দিতে হবে। টাইটেল দিতে হবে সুন্দর ভাবে৷ কোন কোন সার্ভিস দিচ্ছি তা বায়ারকে বুঝাতে হবে। গিগটা কে এসিও করে নিতে হবে। কিওয়ার্ড সার্চ করে দিতে হবে সার্ভিসের ক্যাটাগরি অনুযায়ী। সার্ভিস কেমন দিচ্ছি তার ওপর মোডিফাই করে দিতে হবে।যদি গিগ সঠিকভাবে এসিও করার না হয় তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। তাই এই বিষয়টি খেয়াল রাখতে হবে। কারন হলো আমরা সবাই চাই ফাইভার সাকসেস। এজন্য এই বিষয়টি মাথায় রাখা উচিচ।
৪.ফাইভার গিগ ইমেজ।
Fiverr সাকসেস হওয়ার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো আমদের গিগের ব্যানার। ফাইভারে গিগের ব্যানার অনেক গুরুত্বপূর্ণ বিষয় কেন না৷ fiverr এ গিগের ব্যানার টা যত সুন্দর হবে বায়ার সে খানে ডুকতে চাইবে।তাই আমাদের উচিৎ প্রফেশনাল ব্যানার বানানো। ফাইবার সাকসেস হতে হল ও গিগের এমেজটি এসিও করে নেন তাহলে।এটা রেঙ্কে যেতে সাহায্য করবে।আশা করি বুঝতে পেরেছেন।
৫.Fiverr সাকসেস বায়র রিকোয়েস্ট লিখা।
Fiverr সাকসেস হওয়ার জন্য সঠিক বায়ার রিকোয়েস্ট পাঠানো। যদি আমার সঠিক ভাবে বয়ার রিকোয়েস্ট দিতে পারি তাহলে সবচেয়ে সহজ হবে ফাইবারে কাজ পাওয়া। কারণ সঠিকভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারলে আর বায়ার কাজটি বুঝতে পারলে। আপনাকে নক করবে তখন কাজ পাওয়ার সম্ভাবনা ৯৯%ধরে রাখুন। সে জন্য ফাইভারে সফল হওয়ার জন্য কি ভাবে কাজ করতে হবে কয়েকটি ধাপ তুলে ধরলাম।
৬.সোশাল মিডিয়া মার্কেটিং।
Fiverr সাকসেস হতে হলে আমারা আমাদের গিগটি মার্কেটিং করব। যেমন পেইসবুক, টুইটার, লিঙ্কডইন, ইন্সটাগ্রাম,পিনটারেস্ট ইত্যাদি। তাই আমরা আমাদের গিগ কে বেশি বেশি করে প্রচার করব সোশাল মেডিয়াতে। তার জন্য এরকম রিলেটেট কাজের গ্রুপ গুলোতে জয়েন হব তার পর যা করব তা হলো এখানে আমরা আমাদের কাজের মার্কেটিং করব। যদি সেখানে এমন ব্যাক্তি আপনাকে দরকার মনে করে। সে আপনাকে অর্ডার করতে পারে। এভাবে আমরা সোশাল মিডিয়া মার্কেটিং করব আমাদের গিগের জন্য। সোশাল মিডিয়া মার্কেটিং করার জন্য বেস্ট সাইট হলো LinkedIn মার্কেটিং। এখানে আমরা কাজের সমপর্কিত উন্নত দেশের ক্লাইন্ট বেশি পাব।তাই আমি মনে করি এখানে অনেক হেল্প হবে।
আজকের এই ট্রপিকে আরা জানলাম অনেক কিছু। আরো এই রিলেটেট পোষ্ট পেতে কেমন্ট করুন।নিচে ফলো অপশন আছে সে খানে চাপ দিলে ফলো হয়ে যাবেন।সব ধরনের পোষ্ট পাবেন আমাদের এই ওয়েবসাইটে।