অনলাইন মার্কেটিং বর্তমানে বেশ জনপ্রিয়তা লাভ করার কারণে নতুন নতুন মার্কেটপ্লেজ বৃদ্ধি পাচ্ছে। অনলাইনে আমরা খুব সহজে কাজ করতে পারি।তার জন্য প্রয়োজন এক নিষ্ট সাধনা।এই পর্বে আমরা জানব গিগ টাপ সমপর্কে সঠিক একটা ধারনা দিয়ে দিব ইনশাআল্লাহ।
What is gigtup?/গিগ টাপ কী?
Gigtup হলো একটা অনলাইন মার্কেটিং সাইট যেখানে আমাদের যে কোনো প্রকারের কাজ সেখান থেকে করতে পারি।ধরি,আপনি ডাটা এন্ট্রি পারেন৷ এখানে আপনি একটা মার্কেটিং সািট খুজচ্ছেন কোথায় আপনি অনলাইন থেকে ফ্রি সময়ে আউটসোর্সিং করতে পারেন। ফাইভার, ফ্রিলান্সার এর মতোই নতুন আরেকটা মার্কেটপ্লেজের নাম হলো গিগ টাপ।এখানে আমরা যারা একদম নতুন কাজ করতে চাই But বুঝে উঠতে পারছিনা তাদের জন্য একবারে নতুনদের৷ জন্য এটা অনেক ভালো হবে। কেন না এখানে বায়ার ও সেলার অনেক কম। এখানে আপনি আপনার সার্ভিসটি দিলেই সহজে প্রথম পেইজে দেখতে পাবেন।এই মার্কেটপ্লেজে আমাদের সার্ভিসটি দিলে কোনো বায়ার আসলে সহজে তা দেখতে পারবে সেখানে কাজ পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। নিচে এর ফিচার গুলল বর্ণনা করা হলো।
1. কিভাবে Gigtup account তৈরি করতে হবে।
গিগটাপ একটা মার্কেটিং সাইট এখানে প্রথমত আমাদের একটা একাউন্ট করে নিতে হবে। কিভাবে একাউন্ট করবেন। এখানে ক্লিক করে আমার ভিডিওটি দেখতে পারেন কি ভাবে সেখানে একাউন্ট করতে হবে।অথবা এই লিঙ্কে ক্লিক করে সরাসরি ওয়েবসাইটে যান। তারপর signup নামের বা join now তে ক্লিক করে একটা নতুন পেইজ দেখতে পাব। একেক করে নাম দিব তারপর গিগটাপের জন্য usermane মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, পাসওয়ার্ড দিবে তারপর সাইন করে নিব gigtup account এ। সব কিছু ঠিকটাক ভাবে দেওয়া হয়ে গেলে আমাদের কাজ শেস এখন কি করার উচিত।আমরা যে ইমেল দিয়েছি এই ইমেইল চেক করতে হবে সেখানে গিগটাপের একটা মেসেজ পাব সেখানে থেকে কনফার্ম করে নিতে হবে। আমাদের মিল বক্সে না পেলে spam চেক করলে আশা করি পাব সেখান থেকে verify করে নিব।
কিভাবে একাউন্ট খুলবেন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে।
2 Profile করা গিগ টাপে।
গিগটাপে কাজ করতে হলে আমাদেরকে একাউন্ট প্রোফাইল সাজাতে হবে সুন্দরভবে। একটা একাউন্ট Profile অনেক অনেক বেশি বহন করে। বায়ার যখন আপনার profile টাক দেখতে Gigtup মার্কেটপ্লেজে কোন কোন বিষয় গুলোতে আপনি এক্সপার্ট তখন কিন্তু তার চাহিদা মিলে গেলে আপনাকে নক দিতে বায়ার বাধ্য। তাই আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমাদের গিগ টাপের একাউন্ট প্রোফাইলের প্রতি।
গিগটাপের কাজ করতে হলে যা করতে হবে প্রথম আমাদের একাউন্ট করে নিতে হবে।তারপর গিগটাপে একউন্ট প্রোফাইল ভালোভাবে সাজানে ছবি টাইটেল ছবি দেওয়া ইত্যাদি সব কিছু দেওয়া হলে। পরবর্তী ধাপ হলো আমরা আমাদের কাজের জন্য গিগ তৈরি করা৷ গিগ কি। গিগ হলো ধরন আমি একটা কাজ পারি।পেইসবুক বিজনপস পেইজ খুলতে পারি।এখন gigtupe create proposal ক্লিক করব সেখানে ধাপে ধাপে কাজ করতে হবে প্রথমে কি আমার পেইসবুক বিজনেস পেইজ খুলার কাজের টাইটেল দিব ।
কাজের বর্ণানা দিতে হবে ভালো ভাবে বায়ার যেনো বুজতে পারি আমি কোন কোন বিষয় গুলল দিচ্ছ।তাই আমরা গিগে যা যা দিতে হবে সব গুলো মেইনটেইন করে পিকচার ইত্যাদি দিব যাতে আমাদের গিগটাপে গিগ দেওয়া হয়ে যায়।
কিভাবে একাউন্ট খুলবেন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে।
4.Gigtup কিভাবে কাজ করতে হবে।
ফাইভারের মতোই সেখানে আমরা আমাদের গিগটা দেওয়া থাকবে। বায়র এসে ক্লিক করে অর্ডার কনফার্ম করবে কয়দিন ধরে কাজটি চলবে। সব কিচু থাকবে গিগে তা দেখে বায়ার করবে। অথবা আমরা মেসেজে বায়র এর সাথে চ্যাট করে নতুন অপার পাঠাবো এর জন্য অবশ্যই একটা হলে ও গিগ থাকতে হবে। অন্যথায় সম্ভব হবে না।
৫.গিগটাপে কাজ করতে হলে কোনো ইনভেস্ট করতে হবে কি না?
না Gigtup কাজ করতে হলে কনো প্রকার প্রেমেন্ট কতে হবে না। কোনো বিট অন্য মার্কেটপ্লেজের মতো আমাদের কিনতে হচ্ছে একেবারে নতুন লেভেল থেকেই কাজ করা যাবে। বর্তমানে এখানে কোনো কাজ পেলে নতুন একাউন্ট কারিদেট জন্য কোনো কমিশন প্রথম তিন মাসের জন্য কনো প্রকার কমিশন দেওয়া লাগছে না তাই তারাতারি এই ওয়েবসাইটে 5 মিনিটে account করে রাখতে পারেন।
কিভাবে একাউন্ট খুলবেন বিস্তারিত দেখুন এখানে ক্লিক করে।
5.Gigtup একাউন্ট থেকে কিভাে টাকা তুলব।
Gigtup থেকে আমরা অনেক প্রেমেন্ট মেথট এী মাধ্যমে প্রেমেন্ট পেতে পারি।payoneer, paypal,Bnak, bitcoin ইত্যাদি গুলোর মাধ্যমে আমরা প্রেমেন্ট গ্রহন করতে পারব। তাই গিগটাপে প্রেমেন্ট নিয়ে কোনো ঝামেলা না। কবে কখন প্রমেন্ট তুলার নিতিমালা গ্রহন করা হলো।এই একাউন্টে আপনি মুটামুটি $20 ডলার হলেই কিন্তু তুলতে পারছেন।
6.gigtup support
Gigtup account আমরা যেকোনো সময় যে কোনো বিসয়ে সাপোর্ট নিতে পারি। এতে করে আমাদের সব ধরনের সমস্যা সমাধান করা যাবে।
আজকের এই পর্বে গিগটাপ নতুন অনলাইন মার্কেটপ্লেজ নিয়ে ধারনা দিলাম।কোমো প্রকার বিষয় জানতে চাইলে কেমন্টে জানাতে পারেন।নতুন নতুন তথ্যপেতে আমাদের একাখানে নিচে ফলোবাটনে চাপ দিয়ে সাবস্ক্রাইব করে নিন।