আমরা সবাই জানি অনলাইন বা ফ্রিলান্সিং করে নিজের ক্যারিয়ার গড়তে কোন বিষয় গুলো জানা দরকার।আধুনিক সভ্যতায় এসে বাংলাদেশর মানুষেরা অনলাইন থেকে ইনকাম করার জন্য অনেক বেশি আগ্রহ প্রকাশ করে।কিন্তু কিভাবে আসলে সফল একজন ফ্রিলান্সার হওয়া যায় এটা কেউ তেমন ভালোভাবে জানে না।এখন বাংলাদেশ সহ বিশ্বের প্রায় অনেক গুলো দেশে ফ্রিলান্সিং করে তারা তাদের জীবিকা নির্বাহ করে আছে। কিভাবে এই FRELANCING থেকে ইনকাম করা শিখবে, কোথায় শিখবে, কিভাবে করবে,কোথায় টাকা আসবে এরকম প্রশ্ন আছে হাজারো।তাই আমরা এখানে জানবো ফ্রিলান্সিং করার সঠিক গাইডলাইন।
ফ্রিলান্সিং কী?What is freelancing
ফ্রিলান্সিং হলো একটা মুক্ত পেশা আপনার ইচ্ছা হলে করলেন না হলে না করলেন এটা একান্ত আমাদের নিজের ব্যাপার। যে কোনো সময় যে কোনো স্থানে এই কাজ করা যায় শুধু কয়েকটি বিষয় সাথে থাকলে আপনি এই বিষয় গুলো সহজে আয়ত্ত করতে পারবেন।এটা কোনো ধরাবাঁধা কাজ নয় নিজের ইচ্ছা ও রুচিমাফিক এই কাজ করা যায়।
ফ্রিলান্সিং শিখার জন্য যা দরকার। What is need to Learn freelancing?
ফ্রিলান্সিংশিখার জন্য তিনটা জিনিস অবশ্যই আমাদের থাকতে হবে। ফ্রিলান্সিং শিখার জন্য প্রয়োজন হলো একটা ল্যাপটপ বা ডেক্সটপ।ল্যাপটপ বা ডেক্সটপ ছাড়া এগুলো শিখা যাবে না। মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখা যাবে না।তাপর আমাদের দরকার হলো ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন ছাড়া অনলাইন বা ফ্রিলান্সিং করা কোনো ভাবেই যাবে না।
ফ্রিলান্সিং করার জন্য৷ হাজারো ক্যাটাগরি আছে এখন আপনি প্রথমে মাথা ঠান্ডা করে ভাবুন কোন কাজ গোলো শিখবেন। ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্সডিজাইন, ওয়েব ডিজাইন, ইউটিউব, ভিডিও, ইত্যাদি হাজরো রকমের কাজ আছে যদি আপনি করতে চান। তাহলে যে কোনো একটি বিষয় সামনে রেখে এগিয়ে আসুন। এখন কথা হলো কাজ গুলো কোথায় শিখবেন।কাজ চাইলে ইউটিউবে সাহায্য নিয়ে শিখতে পারেন তবে, কথা হলো একটা সঠিক গাইডলাইন পাওয়ার জন্য একজন শিক্ষক প্রয়োজন।
স্বাধীন কাজ বা পরাধীন কাজ।
স্বাধীন কাজ বা পরাধীন কাজ কোন গুলো। আমরা কাজ শিখার পর ২ ভাবে কাজ করতে পারি একটা হলো স্বাধীন অন্যটি হলো পরাধীন কাজ। মনে করি, আমি যদি আমার নিজেের ইউটিউব কাজ করি বা অন্য কোনো এফিলিয়েট,সিপিএ ওয়েবসাইট নিজের জন্য তৈরি করে কাজ করি তাহলে তা হবে স্বাধীন। কিন্তু আমরা যদি অন্যের জন্য কাজ করি এবং তিনি আমাদের কাজের উপর ভিত্তি করে পেমেন্ট প্রধান করে তাহলে সেটা পরাধীন। এখন পরাধীন কাজ কোথায় পাব আর স্বাধীন কাজ কি ভাবে করতে হবে।
পেমেন্ট কি ভাবে পাব? How to get payment by freelancing?
অনলাইন বা ফ্রিলান্সিং কাজ গুলোর পেমেন্ট আসে মুলত অনলাইন ব্যাংকিং, অনলাইন ডলার ইত্যাদি পেমেন্ট এর মাধ্যমে। সেখান থেকে ব্যাংকে টাকা Transfer করা হয়ে থাকে। সেই জায়গা থেকে আমাদের পকেটে চলে আসবে টাকা।এই হলো ফ্রিলান্সিং শিখার জন্য যা যা প্রয়োজন।Freelancing করতে হলে আমি মনে এখানে একটা সঠিক ধারনা কিছু হলেও বুঝতে পেরেছেন।যে কোনো freelancing বিষয়ে জানতে কমেন্ট করুন। ধন্যবাদ।।।।
ফ্রিলান্সিং কী?What is freelancing
ফ্রিলান্সিং হলো একটা মুক্ত পেশা আপনার ইচ্ছা হলে করলেন না হলে না করলেন এটা একান্ত আমাদের নিজের ব্যাপার। যে কোনো সময় যে কোনো স্থানে এই কাজ করা যায় শুধু কয়েকটি বিষয় সাথে থাকলে আপনি এই বিষয় গুলো সহজে আয়ত্ত করতে পারবেন।এটা কোনো ধরাবাঁধা কাজ নয় নিজের ইচ্ছা ও রুচিমাফিক এই কাজ করা যায়।
ফ্রিলান্সিং শিখার জন্য যা দরকার। What is need to Learn freelancing?
ফ্রিলান্সিংশিখার জন্য তিনটা জিনিস অবশ্যই আমাদের থাকতে হবে। ফ্রিলান্সিং শিখার জন্য প্রয়োজন হলো একটা ল্যাপটপ বা ডেক্সটপ।ল্যাপটপ বা ডেক্সটপ ছাড়া এগুলো শিখা যাবে না। মোবাইল দিয়ে ফ্রিলান্সিং শিখা যাবে না।তাপর আমাদের দরকার হলো ইন্টারনেট কানেকশন। ইন্টারনেট কানেকশন ছাড়া অনলাইন বা ফ্রিলান্সিং করা কোনো ভাবেই যাবে না।
মানসিকতা তৈরি করা freelancing এর জন্য।
অনলাইনে কাজ করতে হলো আমাদের মানসিকতার টিক করতে হবে প্রথমে।অনলাইন বা ফ্রিলান্সিং করে কোনো ব্যাক্তি রাতারাতি উন্নত হতে পারবে না।৷ ফ্রিলান্সিং ক্যারিয়ার করার জন্য আমাদের প্রয়োজন একনিষ্ট পরিশ্রম। যাদের রাতারাতি এই অবস্থান থেকে অনেক কিছু করতে চাই তাদের এখানে আশা উচিৎ নয়।তাই প্রথমে আমরা আমাদের মানসিকতা টিক করে নিব যদি ফ্রিলান্সিং করতে চাই। একটা ফ্রিলান্সারের রাতের পর রাত জেগে থাকার মানসিকতা থাকতে হবে।তবেই, সে একসময় জীবনের উন্নত শিখরে পৌছাতে পারবে।
কোন কাজ শিখতে হবে freelancing করার জন্য।
আমি ডিজিটাল মার্কেটিং চাইলে আমার channel follow. করতে পারেন। এখানে ক্লিক করুন চ্যানেল দেখতে। তা ছাড়া আমরা ব্লগিং করতে পারি।ডিজিটাল মার্কেটিং এর মাঝে আছে এফিলিয়েট মার্কেটিং, সিপিএ মার্কেটিং ইত্যাদি। এর যে কোনো একটি কাজ শিখে কাজ করতে পারেন। এভাবেই আপনি যে কোনো একটি বিষয় সামনে নিয়ে কাজ করার জন্য এগিয়ে যান।
পরাধীন কাজ বলতে সেই কাজ বুঝায় যা মার্কেটপ্লেজে গিয়ে করতে হয়।এখানে বায়ার আমাদের কাজের বিনিময়ে একটা নির্দিষ্ট কাজের বিনিময়ে প্রমেন্ট করে থাকবে। এই কাজ গুলো মুটামুটি নিজের জন্য করি না অন্যের জন্য মার্কেটিং টা করতে হবে।এটাকে বলা হয় পরাধীন। তবে এরকম কাজ করা জমা দেওয়া তারপর বায়ার প্রেমেন্ট করবে। এটা কে ও পরিপূর্ণ পরাধীন বলা যায় না।কারন এটাও কিন্তু আমার প্রত্যেকদিন করতে হচ্ছে না করলে ও একে বারে চাকরি চলে যাবে তা কিন্তু নয়।আর স্বাধীন কাজ হলো আমার নিজের জন্য কাজ করা যেমন ইউটিউব। এখান থেকে ধরন আমার আসে।এখন এখানে আমি কাজ করলে করা বা না করা একান্ত নিজের ইচ্ছা করো হাত নেয়।
Freelancing, freelancing, freelancing, freelancer freelancer bangladrsh, freelancing,outsourcing etc..