পেপাল আসছে বাংলাদেশে, ফ্রিলান্সাদের জন্য সু খবর দিল paypal, Paypal coming Bangladesh on December
বাংলাদেশ দিন দিন ফ্রিলান্সারদের সংখ্যা যে হারে বাড়তে সেই হারে তাদের অর্থ ও এদেশে এনে প্রচুর বৈদেশিকা মুদ্রা অর্জন করছে বাংলাদেশ। ফ্রিলান্সাররা তারা সব থেকে বেশি অভাবে পরে তারা তাদের অর্থ কিভাবে পাবে। এবং বিভিন্ন সাইটে কিভাবে দেলদেন করতে গেলে সব খানের প্রেমেন্ট সিস্টেম থাকে পেপালের।কিন্তু সব চেয়ে বেশি দুঃখ জনক হলো বাংলাদেশের জন্য পেপাল সব ধরনের সুবিধা
দিচ্ছে না। এবং বাংলাদেশ থেকে এই একাউন্ট খুলা যায় না।এজন্য ফিলান্সারদের জন্য এটি খুবি দুঃখজনক ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাই শনিবারে এক সবায় সালমান এফ রহমান বাংলাদেশ প্রধান মন্ত্রীর বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা লেন আগামী ডিসেম্বর থেকে বাংলাদেশে পেপাল আসবে।সে খান থেকে সব ধরনের অনলাইন প্রেমেন্ট পেপালের মাধ্যমে আনতে ও পেপালের মাধ্যমে পাঠাতে পারবে।
পেপাল ভিডিও দেখতে এখনে ক্লিক করুন
Paypal কী?
PayPal হলো একটি
অনলাইন প্রেমেন্ট সিস্টেম যার মাধ্যমে অনলাইন থেকে টাকা আদান প্রদান করা যায়। এটা আমাদের বিকাশের মতোই কাজ করে।freelancing টাকা সহজে পেপালের মাধ্যমে পেলে অন্য কোনো পক্ষের দরকার হবে না। অনলাইনে যে কোনো প্রেমেন্ট সিস্টেম হিসাবে পেপালের গুরুত্ব অনেক বেশি।তাই paypal ডিসেম্বরে বাংলাদেশে আসলে এদের লাখো লাখো ফ্রিলান্সার সহজেই টাকা তুলতে পারবে।।
তাই এই Paypal এর কার্যকম আগামী ডিসেম্বর আসার কথা দিয়েছেন সরকার।এই পেপাল সিস্টেমটা চালু হলে এদেশের আর কোনো ফ্রিলান্সার লেনদেন এর অভার৷ পুহাতে হবে না।।।